Site icon চ্যানেল আই অনলাইন

আবারও চীনের প্রেসিডেন্ট জিনপিং

চীনের প্রেসিডেন্ট-শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট এবং দেশটির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন শি জিনপিং।

১৩তম ন্যাশনাল পিপলস কংগ্রেস-এর প্রথম অধিবেশনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। একই সঙ্গে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অনুগত দলগুলোকে নিয়ে আইনসভাও গঠন করা হয়েছে।

এর আগে ১১ মার্চ ন্যাশনাল পিপলস কংগ্রেস-এর বার্ষিক অধিবেশনে সংবিধান সংশোধনের ওপর ভোটাভুটি হয়। সেখানে প্রেসিডেন্ট পদে সর্বোচ্চ দুই মেয়াদ থাকার আইন তুলে দেয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়। একই সঙ্গে জিনপিংকে চীনের আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করে সংসদে বিল পাশ করে চীনা কংগ্রেস।

এছাড়াও শনিবারের অধিবেশনে সাবেক দুর্নীতিবিরোধী সংস্থার প্রধানকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত পার্লামেন্টে জিনপিংয়ের নিয়োগটি পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু সাবেক দুর্নীতিবিরোধী সংস্থার প্রধান ওয়াং কিশানকে তার ডেপুটি করা হবে কিনা সেটা নিয়ে সবারই কৌতুহল ছিল। এবার সেই কৌতুহলেরও অবসান হলো।

Exit mobile version