
কথা ছিল আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ হবে সিলেটে। কিন্তু সেখানকার উইকেট নিয়ে রয়েছে দুশ্চিন্তা। বিপিএল শুরুর আগে ওয়ানডে টুর্নামেন্ট ইন্ডিপেন্ডেন্স কাপে সিলেটের উইকেটে ব্যাটারদের খুবই সংগ্রাম করতে দেখা গেছে। বিসিবি তাই আগের পরিকল্পনা থেকে সরে এসেছে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। তার আগে চট্টগ্রামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিসিবির পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘চট্টগ্রাম ও মিরপুরে হবে আফগানিস্তান সিরিজের ম্যাচগুলো। উইকেটের কারণেই সিলেটে টি-টুয়ান্টি হবে না। আর আমরা অফিসিয়ালি বলিনি যে সিলেটে ম্যাচ হবে।’
ফেব্রুয়ারিতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টুয়েন্টি আসর বিপিএল শেষ হতে না হতেই আফগানিস্তান দল বাংলাদেশ সফরে চলে আসবে। ১৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনাল, এর পরদিনই ঢাকায় নামবে আফগানরা। খসড়া সূচি অনুযায়ী আইসিসির ওয়ানডে সুপার লিগের তিন ওয়ানডে হওয়ার কথা ২৩, ২৫ ও ২৭ ফেব্রুয়ারি। মিরপুরে ২ ও ৪ মার্চ হবে টি-টুয়েন্টি ম্যাচ দুটি।
বিজ্ঞাপন