চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘আপনাদের মরে যাওয়া দরকার, লজ্জায়’

KSRM

দক্ষিণ আফ্রিকা সফরে চমক দেখিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের লেগ স্পিনার ফাহিমা খাতুন। দ্বিপাক্ষিক সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে নর্থ ওয়েস্ট নারী দলের বিপক্ষে একাই ৮ উইকেট তুলে নেন তিনি। ১০ ওভার বল করে মাত্র ৫ রান খরচ করেছেন। শুধু তাই নয়, ব্যাটে নেমেই বিস্ময়ের জন্ম দিয়েছেন রুমানা-ফারজানা জুটি, দুই সেঞ্চুরিতে যোগ করেছেন অবিচ্ছিন্ন ২৬৬ রান।

তবে নারী ক্রিকেটারদের এমন সাফল্যের পরও যেন ‘কারো কোনও ভ্রুক্ষেপ নেই’। তাই এ বিষয়ে হতাশা প্রকাশ করেছেন শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।

Bkash July

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেছেন: ‘‘বাংলাদেশের নারী ক্রিকেট নিয়ে কোন মাতামাতি নেই। একজন ফাহিমা বিদেশ বিভুঁয়ে যখন তার দশ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৮ টি উইকেট পান তখনও কারো কোনও ভ্রুক্ষেপ নেই। অথচ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের দুই খেলোয়ার আইপিএল খেলতে গিয়ে মাঠে না নামলেও খেলার পাতায় বা টিভি স্ক্রলে শিরোনাম ভাসে- আজ মুস্তাফিজের দল তমুক দলকে ওমুক রানে হারিয়েছে অথবা সাকিবের দল আজকের খেলাতেও অপরাজিত।

আপনাদের মরে যাওয়া দরকার, লজ্জায়।”

Reneta June

 

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View