চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আনিসুল হকের মৃত্যুর পর থমকে আছে রাস্তা সংস্কারের উদ্যোগ

উঁচু-নিচু রাস্তা আর খানাখন্দে ভরা রাস্তার কারণে ভোগান্তিতে রাজধানীর মিরপুরের পীরেরবাগ ও মধ্য পাইকপাড়ার মানুষ। রিক্সায় গেলে ঝাঁকুনি আর হেঁটে পথ চলা রীতিমত কষ্টের ব্যাপার। ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ওই এলাকার রাস্তা সংস্কারের উদ্যোগ অনেকটাই থমকে আছে বলে দাবি এলাকাবাসীর।

মধ্য ও উত্তর পীরেরবাগ এবং মধ্য পাইকপাড়ার বউ বাজারের রাস্তা চলে গেছে ষাট ফুট সড়কে। বছর দু’য়েক আগে একবার এই এলাকার রাস্তা প্রশস্ত করা হয়। কিন্তু এর পর থেকে সেখানে হয়নি কোনো উন্নয়ন কাজ।

Bkash July

সময় বাঁচাতে অনেকেই এই পথ দিয়ে চলাফেরা করেন এখনও। তবে উঁচু-নিচু রাস্তায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন তারা। রাস্তা সংস্কারে প্রয়াত মেয়র আনিসুল হক যে উদ্যোগ নিয়েছিলেন, তার বাস্তবায়ন চান বাসিন্দারা।

সম্প্রতি বউবাজার এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। জনগণের ভোগান্তির কথা মাথায় নিয়ে দ্রুত রাস্তা সংস্কার হবে প্রত্যাশা এলাকাবাসীর।

Reneta June

আরও বিস্তারিত দেখুন শাকের আদনানের ভিডিও রিপোর্টে- 

Labaid
BSH
Bellow Post-Green View