বাড়ির সামনে আড্ডা দিতে নিষেধ করায় রাজধানীর হাজারীবাগের ঝিগাতলায় ছুরিকাঘাতে মামুন আলী (৩০) নামের এক নিরাপত্তা কর্মী খুন হয়েছেন।
শাওন নামের এক যুবক তাকে খুন করে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে ঘাতক শাওন পলাতক রয়েছে। শাওন ওই এলাকার একটি ফাস্টফুডের দোকানে কাজ করত।
বুধবার রাত ১০ টার দিকে হাজারীবাগের ঝিগাতলার গাবতলা মসজিদের পাশে মনেশ্বর রোড়ে এ ঘটনা ঘটে।পরে রাতেই আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিযে আসা হয়।

পরে রাত সোয়া দুই’টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শাওন নামে এক যুবক বাসার সামনে আড্ডা দিতে আসে। বাসার নিরাপত্তার স্বার্থে তাকে আড্ডা দিতে না করলে শাওন নিরাপত্তা কর্মীর উপর হামলা চালায়।
এসময় নিরাপত্তা কর্মীও তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে। পরে ঘটনাস্থল থেকে সরে গিয়ে শাওন তার বাসা থেকে একটি ছুরি এনে ওই নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাত করে।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহিল কাফি চ্যানেল আই অনলাইনকে বলেন, নিরাপত্তা কর্মী মামুন এক যুবককে বাসার সামনে অাড্ডা দিতে বারণ করলে ওই যুবক ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তিনি বলেন, ওই নিরাপত্তা কর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।