আটকে পড়া রুমটি নিজেই ঝাড়ু দিলেন প্রিয়াঙ্কা
এই বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘ এটি আমার কক্ষ। আমার কক্ষ আমি নিজে পরিস্কার করতে ভালোবাসি’।
বিজ্ঞাপন
উত্তর প্রদেশের খিরিতে গাড়িতে পিষে চার কৃষক হত্যার প্রতিবাদের মধ্যে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর আটক হওয়ার ঘটনা এরই মধ্যে প্রকাশ পেয়েছে।
তাকে লখনউ থেকে ৯০ কিলোমিটার দূরবর্তী জায়গা রাষ্ট্রীয় গেস্ট হাউসে আটকে রেখেছে পুলিশ। এছাড়াও আটক করা হয়েছে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে। তবে প্রিয়াঙ্কাকে যে গেস্ট হাউজে আটকে রাখা হয়েছে তার একটি ভিডিও প্রকাশ করেছে নেতৃবৃন্দ। ভিডিওটি দেখে রাজনীতিবিদরা বিস্মিত হতেই পারেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, কংগ্রেস নেত্রী নিজেই তার আটকে পড়া গেস্ট হাউসের কক্ষে ঝাড়ু দিয়ে পরিস্কার করছেন।
এই বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘ এটি আমার কক্ষ। আমার কক্ষ আমি নিজে পরিস্কার করতে ভালোবাসি’।
প্রিয়াঙ্কা গান্ধীর দলের একজন সদস্য জানান, তাকে যে ঘরে আটকে রাখা হয়েছে সেটি অত্যন্ত নোংরা। তাই তিনি নিজেই পরিস্কার করেছেন।
গেস্ট হাউসের বাইরে প্রিয়াঙ্কা গান্ধীর মুক্তির দাবিতে বিক্ষোভ করতে দেখা গেছে নেতাকর্মীদের।
কংগ্রেস বলছে, রোববার রাতে লখনউ থেকে লখিমপুর খিরির উদ্দেশ্যে রওনা হন কংগ্রেস নেতারা। এক পর্যায়ে পুলিশ গাড়ি আটকানোর পর পায়ে হেঁটেই লখিমপুরের দিকে রওনা হন প্রিয়াঙ্কা। দফায় দফায় তার লখিমপুর যাওয়ার পথে বাধা দেওয়া হয়। আটকে দেওয়া হয়েছে কনভয়। হরগাঁও থেকে গ্রেফতার করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে। তবে পুলিশের দাবি, লখনউ থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কাকে।
বিজ্ঞাপন