গোলাম ছারোয়ার ছানু: আগামী ২০ দিনের মধ্যে স্কুলের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পৌর ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্কুল কলেজের শিক্ষার্থী যারা ১২ থেকে ১৭ বছর বয়সী তাদের ভ্যাকসিন দেওয়া হবে এবং আমরা চেষ্টা করব। যে ভ্যাকসিনটা ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের দেওয়া সম্ভব, সেই ভ্যাকসিনটাই আমরা দেব। অর্থাৎ আমেরিকার ফাইজার টিকা দিয়ে আমরা শুরু করব।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষকেই আমরা ভ্যাকসিন দেব, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা এবং আমরা খুব ভাগ্যবান বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমরা ১০ কোটি টিকা প্রস্তাব পেয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১০ কোটি টিকাই আমাদের দিবে। যার দাম প্রায় ৫ হাজার কোটি টাকা।

অনুষ্ঠানে পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।