চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আইয়ুব বাচ্চুর জন্য নিঃশব্দে কাজ করে যেতে চান তারা

রবিবার (১৮ অক্টোবর) দুই বছর পূর্ণ হতে যাচ্ছে বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুকে ছাড়া। তার মৃত্যু কাঁদিয়েছে আপামর জনমানুষকে। এখনও তার নামে দীর্ঘশ্বাস ফেলেন অসংখ্য শ্রোতা ভক্ত।

মৃত্যুর দুই বছর পূর্ণ হওয়ার আগে বাবা আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিকাতর তার দুই সন্তান ফাইরুজ সাফরা আইয়ুব ও আহনাফ তাজওয়ার আইয়ুব। শুক্রবার দুপুরে এলআরবির অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে করা একটি পোস্টে বাবার স্মৃতি ও সৃষ্টি রক্ষায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

Bkash July

আইয়ুব বাচ্চুর স্মরণে ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত দান খয়রাত করে যাচ্ছে তার পরিবার, পোস্টে এমনটাও জানান দুই সন্তান। সেই সঙ্গে তারা বাবার সৃষ্টি রক্ষায় সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেনো আমরা দুই ভাই-বোন আর আমাদের কাছের কয়েকজন মিলে যতদিন বেঁচে থাকবো ততদিন বাবার জন্য নিঃশব্দে কাজ করে যেতে পারি। তার সব সৃষ্টিকে যেন আমরা রক্ষা করতে পারি। তার জন্য যা যা করার ও যতটুকু করার তা আমরা করেই যাব আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমাদের আশা আপনারাও আমাদের এই পথ চলায় সাথে থাকবেন।

আইয়ুব বাচ্চুর স্মরণে তার দুই সন্তানের করা ফেসবুক পোস্টটি:

ISCREEN
BSH
Bellow Post-Green View