আইস্ক্রিনে প্রদর্শন হচ্ছে চঞ্চল চৌধুরীর ‘নিখোঁজ সংবাদ’
বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই প্লাটফর্মে প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব নাটক-সিনেমা ও অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় প্লাটফর্মটিতে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর প্রথম দিকের অভিনীত নাটক ‘নিখোঁজ সংবাদ’। এছাড়াও অভিনেতার ‘ঘর কুটুম’, ‘সাকিন সারিসুরি’, ‘নিমফুল ও বউ’ এর মতো জনপ্রিয় নাটকসমূহ। আইস্ক্রিন এর এই পথচলায় শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ভবিষ্যতেও নতুন কনটেন্ট নিয়ে হাজির হবে আইস্ক্রিন- এই প্রত্যাশা করেন তিনি।
বিজ্ঞাপন