আইস্ক্রিনের প্রথম অরিজিনাল ওয়েবসিরিজ ‘আমি কী তুমি’র মুক্তি

ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের বহুল প্রতীক্ষিত প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’ মুক্তি পেয়েছে। বিকেল তিনটায় মুক্তির পরপরই এক লাখের বেশি দর্শক আইস্ক্রিনে সরাসরি উপভোগ করছেন ভিকি জাহেদ পরিচালিত এই ওয়েব সিরিজ। ‘আমি কী তুমি’র পুরো টিম আশা করছেন ‘পুনর্জন্মের’ মতো এই সিরিজকেও ভালোবাসবেন দর্শক।