আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিনজন- মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। মিরপুরে বিপিএলের অনুশীলনে এসে সাংবাদিকদের থেকে সুখবরটা যায় সাকিবের কানে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টাইগার অলরাউন্ডার বললেন, ‘আইসিসি থেকে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে।’
‘সর্বাধিক তিন ক্রিকেটার বাংলাদেশ থেকে বর্ষসেরা একাদশে ঠাঁই পেয়েছেন। খুবই ভালো সাইন বাংলাদেশ ক্রিকেটের জন্য। কয়েকবছর ধরে আমরা ওয়ানডেতে ভালো দল, আমার কাছে মনে হয় দেশে এবং দেশের বাইরেও এখন। এটাই তার একটা স্বীকৃতি যে বাংলাদেশ ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে।’
সাকিবের দল ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ দিয়ে শুক্রবার মিরপুরে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল। শুরুটা ভালো করাই লক্ষ্য বরিশাল অধিনায়কের।

‘প্রত্যাশা তো সব দলেরই আছে। যারা এই টুর্নামেন্টে আছে। আর সবাই যেহেতু পেশাদার ক্রিকেটার, প্রত্যাশা নিজেদের প্রতি নিজেদেরও আছে। এখানে ভালো করার তাগিদ সবারই আছে।’
‘বিশ্বাস করি যে ভালো স্পোর্টিং উইকেট হবে। সবার জন্যই কিছু না কিছু থাকবে। আশা করছি ভালো একটা ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে।’