
সবাই মিলে কাজ করলে ৩০ দিনে ব্রেক্সিট চুক্তির আইরিশ সীমান্ত ইস্যুর বিকল্প খুঁজে পাওয়া সম্ভব বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।
বার্লিনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি। সেসময় মেরকেল আইরিশ সীমান্তের ব্যাকস্টপ চুক্তি নিয়ে যুক্তরাজ্যকে বিকল্প চুক্তির পরিকল্পনা দিয়ে জানান, এটি যুক্তরাজ্যকে একটি কার্যকর বিকল্প পরিকল্পনার সুযোগ দেবে।
ব্যাকস্টপ বা আইরিশ সীমান্তে কড়াকড়ি আরোপ বাদ দিয়ে নতুন করে চুক্তি সইকে পুরোপুরি অবাস্তব বলে ইউরোপীয় ইউনিয়নের মন্তব্য এবং জনসনের এমন প্রস্তাব নাকচের পর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেলের সাথে বৈঠকে বসেন জনসন।
এসময় তিনি জানান, আলোচনার মাধ্যমে এখনও ব্রেক্সিটের ব্যাপারে আশাবাদী তিনি। জি সেভেন সম্মেলনে যোগদানের আগে আজ তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে সাক্ষাৎ করবেন।