আইভীর পাশে সবসময় ছিলাম, থাকব: তৈমুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাসায় গিয়ে মিষ্টি মুখ করিয়েছেন তৃতীয় মেয়াদে পুনঃনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তৈমুর আইভীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন: অদৃশ্য শক্তির মত তার মাথায় আমার হাত থাকবে।