চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আইনে স্নাতক সম্পন্ন, উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া

শোবিজে ক্যারিয়ার গড়েছেন বেশ ক’বছর। কিন্তু পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ইচ্ছে ছিলো লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করার। অভিনয়ের পাশাপাশি সেটাও দারুণভাবে সম্পন্ন করলেন এই নায়িকা।

মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সফলতার খবরটি ভক্ত অনুরাগীদের সাথে ভাগ করেন নুসরাত ফারিয়া। জানান, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘সেকেন্ড ক্লাস’ নিয়ে তিনি আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।

Bkash

নুসরাত ফারিয়া বলেন, ‘অবশেষে সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আইন বিষয়ে পাস করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি। এটা আমার ও আমার পরিবারের জন্য বড় আনন্দের সংবাদ। এ বিষয়ে আমি আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যাদের কারণেই আমার এই পড়াশোনার জার্নিটা হয়েছে।’

চলতি সপ্তাহেই এই নায়িকা সম্পন্ন করেছেন ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি ‘বঙ্গবন্ধু’র কাজ। ভারতীয় প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় এই চলচ্চিত্রে ‘শেখ হাসিনা’র ভূমিকায় অভিনয় করেছেন ফারিয়া।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View