চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অ্যাশেজ শেষে ড্রেসিংরুমে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পার্টি

অ্যাশেজ শেষ হয়েছে ২-২ ব্যবধানে। গত সিরিজজয়ী হিসেবে অজিরা ছাইদানি ধরে রাখলেও হার-জিত নেই সদ্যগত সিরিজে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা মাঠেই ফেলে তাই এক ছাদের নিচে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। শেষ ম্যাচ ওভাল টেস্টের পর একই ড্রেসিংরুমে করেছেন পার্টিও। যে ছবি নেট দুনিয়ায় কুড়িয়ে চলেছে প্রশংসা।

ওভাল টেস্টে ইংল্যান্ডের কাছে ১৩৫ রানে হেরে যায় অস্ট্রেলিয়া। ঘরের মাঠে আগের সিরিজটা জেতায় অ্যাশেজের ছাইভস্মটা নিজেদের কাছেই রেখে দিতে পেরেছে অজিরা। সিরিজ ড্র হওয়ায় তাই হয়ত খুব একটা খেদও নেই টিম পেইনের দলের।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ব্যাট-বলের লড়াই শেষে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতেও বিন্দুমাত্র আপত্তি দেখা যায়নি অজিদের মাঝে। টুইটারে পার্টির একটা ছবি পোস্ট করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। যেখানে দেখা যাচ্ছে ভাগ ভাগ হয়ে খোশ আলাপে ব্যস্ত ইংলিশ-অজি ক্রিকেটাররা।

ক্রিকেটারদের হাতে পানীয়। ছবির ক্যাপশনে লেখা, ‘এটাই অ্যাশেজের মজা। আপনি তাহলে কোন পক্ষকে সমর্থন করছেন।’

দীর্ঘ ৪৭ বছর পর ড্র হওয়ার ঘটনা দেখল অ্যাশেজের কোনো সিরিজ। সবশেষ ১৯৭২ সালের অ্যাশেজের ফল ছিল অমীমাংসিত। এরপর প্রতিটা সিরিজেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া নয়তো ইংল্যান্ড।