
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের নারীদের এককে বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। এর মাধ্যমে জার্মানির স্টেফি গ্রাফকে ছাড়িয়ে রেকর্ড ২৩ বারের মতো গ্র্যান্ড স্ল্যাম জিতে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামের মালিক হলেন তিনি।
স্টেফি গ্রাফ জিতেছিলেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
শনিবার মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে ভেনাসকে সরাসরি ৬-৪ ও ৬-৪ সেটে হারিয়ে শিরোপ জেতেন সেরেনা। ফাইনালে বড় বোন ভেনাসকে দুই সেটেই হারিয়ে দিয়েছেন সেরেনা; ফলে তৃতীয় সেট খেলার প্রয়োজনই পড়েনি।
২০০৯ সালের পর এবারই প্রথম কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন মার্কিনি দুই বোন।
