জীবনের গল্প অনুষ্ঠানের মাধ্যমে অসহায় পরিবারকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা দিল সাংসদ শামীম ওসমান ও তার স্ত্রী।
করোনার মহামারীতে থমকে গেছে সব শ্রেণিপেশার মানুষের জীবন। এই সময়টা কীভাবে কাটাচ্ছে তারকারা, সে উদ্দেশ্যে চ্যানেল আইয়ের ডিজিটাল প্লাটফর্মে প্রচার শুরু হয় জীবনের গল্প অনুষ্ঠানটি।
অনুষ্ঠানটির ৩২ তম পর্বে অতিথি হিসেবে যুক্ত হওয়া নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহধর্মিনী সায়মা ওসমান।
সেখানে রাজধানীর পূর্ব রামপুরার বাসিন্দা আয়েশা বেগম ও শাই আলমের পরিবারের কষ্টের কথা জানতে পেরে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন শামীম ওসমান।
অনুষ্ঠানটির মাধ্যমে আরোও বেশি মানুষের সহায়তা করা যায়, সে সদিচ্ছার কথা জানান অনুষ্ঠান সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়। অনুষ্ঠানটি দেখা যাবে চ্যানেল আই টিভি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।