রাজধানীর একটি স্কুল থেকে বিতরণ না করে অবৈধভাবে রেখে দেওয়া বিপুল সংখ্যক সরকারি পাঠ্যবই উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এ পাঠ্যবইগুলো উদ্ধার করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব-১০ এর একটি দল শ্যামপুরের ভাষাপ্রদীপ স্কুলে অভিযান চালায়। সেখানে ২০১৯ সালের বিনামূল্যে বিতরণের জন্য দেয়া প্রায় ১৫ হাজার বই পাওয়া যায়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন জানান, হিসাব অনুযায়ী আরো ১০ হাজার বই থাকার কথা থাকলেও সেগুলো নেই।
বই বিতরণের নির্ধারিত সময়ের পরও একটি স্কুলে বিপুল পরিমাণ বই পাওয়া সন্দেহজনক বলেও মন্তব্য করেন তিনি।