চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অপূর্ব-শাম্মার বিয়ের ছবি

KSRM

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিয়ে করতে চলেছেন, তা আগেই জানিয়েছিলেন ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এদিন সন্ধ্যায় প্রকাশ পেলো তার বিয়ের বেশ কয়েকটি ছবি!

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপূর্ব’র তৃতীয় বিয়ের ছবি প্রকাশিত হওয়া মাত্রই মুহূর্তে ছড়িয়ে যায়। বেশ কয়েকটি ছবিতে অপূর্ব ও শাম্মাকে বাঙালি বর-কনের  ট্রাডিশনাল পোশাকেই দেখা গেছে।

Bkash July

অপূর্ব-শাম্মার বিয়ের আয়োজন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কনভেনশন সেন্টারে। যেখানে দুই পরিবারের নিকটজনেরা উপস্থিত রয়েছেন বলে আগেই জানিয়েছেন অপূর্ব।

বিয়ে প্রসঙ্গে বুধবার গণমাধ্যমকে অপূর্ব জানান, পারিবারিক সিদ্ধান্তে বিয়ের উদ্যোগ নিয়েছেন তিনি। হবু স্ত্রী মিডিয়ার বাইরের মানুষ। তার নাম শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে তার পৈত্রিক বাড়ি ঢাকার লালমাটিয়া।

Reneta June

এটি অপূর্বর তৃতীয় ও শাম্মার দ্বিতীয় বিয়ে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View