চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অনুরাগ-তাপসীর ঘরে আয়কর দপ্তরের হানা

‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত বলিউডের দাপুটে নির্মাতা অনুরাগ কাশ্যপ ও অভিনেত্রী তাপসী পান্নুর ঘরে হঠাৎই হানা দিলো ভারতের আয়কর দপ্তর। এমন খবরই ভারতীয় সংবাদ মাধ্যমে।

বুধবার আচমকাই অনুরাগ ও তাপসীর বাড়িতে হানা দেয় আয়করের লোকজন। চলছে তল্লাশি। তবে কী কারণে এই অপারেরশন চলছে সেই নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর বরাতে তারা জানিয়েছে, তাপসী পান্নু, অনুরাগ ছাড়াও পরিচালক-প্রযোজক বিকাশ বহেল-এর বাড়িতেও তল্লাশি চলছে।

তবে শোনা যাচ্ছে, অনুরাগ কাশ্যপের প্রোডাকশন হাউস ‘ফ্যান্টম ফিল্মস’ এর সঙ্গে জড়িত আর্থিক খতিয়ান দেখতে রেড দিয়েছে আয়কর দপ্তর। মুম্বাই এবং পুনে মিলিয়ে মোট ২০টি জায়গায় খোঁজ চলছে বলেও খবর।

রাজনীতির নানা ইস্যুতে বলিউডে যারা সরব, তাদের মধ্যে অন্যতম অনুরাগ কাশ্যপ ও তাপসী। সর্বশেষ কৃষক বিদ্রোহকে কেন্দ্র করেও মোদী সরকারের সমালোচনা করেন তারা। ফলে এই সময়ে আচমকা দু’জনের বাড়িতে আয়কর দপ্তরের হানার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

Labaid
BSH
Bellow Post-Green View