অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, ক্রমান্বয়ে তা সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
বৃহস্পতিবার সমাজবিজ্ঞান অনুষদ আয়োজিত ‘অনলাইন ক্লাস পরিচালনা কৌশল’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
ড. শিরীণ আখতার আরও বলেন, যারা অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনায় অভ্যস্ত নন, তাদের জন্য এ আয়োজন অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
চবির সমাজবিজ্ঞান অনুষদ এই আয়োজন করায় তিনি আন্তরিক অভিনন্দন জানিয়ে অন্যান্য অনুষদেও এমন কর্মশালা আয়োজন করার আহ্বান জানান।
চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা সঞ্চালনা করেন চবি আইসিটি সেলের পরিচালক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী তানভীর আহাম্মদ রনি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন।
তিনি অনলাইন ক্লাস পরিচালনায় জুম অ্যাপ্লিকেশন ব্যবহারের নানা দিক তুলে ধরেন।
চবি সমাজবিজ্ঞান অনুষদের প্রায় ৭০ জন শিক্ষক সরাসরি এবং অনলাইনে এতে অংশগ্রহণ করেন।