চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অনলাইনে মুক্তি পাচ্ছে ইতালিয়ান ছবি ‘বাংলা’

KSRM

ইতালির রোম শহরে দ্বিতীয় প্রজন্মের জীবনের গল্প নিয়ে রোমান্টিক ও কমেডি ঘরনার আংশিক আত্মজীবনীমূলক গল্পে নির্মিত ছবি ‘বাংলা’। পরিচালক ফাইম ভূইয়া নির্মিত এই ছবিটিতে তিনি নিজেই নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি এবার আসছে অনলাইনে।

আগামি ১৩ নভেম্বর এই ছবিটি দেশের প্রথম এবং বৃহত্তম ভিডিও স্ট্রিমিং সাইট বঙ্গ’তে আনুষ্ঠানিক ভাবে মুক্তি দেয়া হবে। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বঙ্গ।

Bkash July

একজন ইমিগ্র্যান্ট হিসেবে বিদেশে জীবন যাপন চালিয়ে নেয়াটা দ্বিতীয় প্রজন্মের একজন যুবকের কাছে ততটা সুখকর ছিলো না। একটি আর্ট মিউজিয়ামের চাকরী করা যুবকটির টিকে থাকার সংগ্রামময় জীবনে হঠাৎ প্রেম আসে। এক ইতালিয়ান নারীর সঙ্গে তার প্রেম নিয়ে দুটি ভিন্ন কালচারের ভিন্ন দুটি মানুষের এই প্রেমময় জীবনের গল্প নিয়ে এগোতে থাকে ‘বাংলা’ ছবির কাহিনী।

ছবিটি ভিডিও স্ট্রিমিং সাইট বঙ্গতে মুক্তি দেয়ার ব্যাপারে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার জনাব ফায়াজ তাহের বলেন, বঙ্গ বিশ্বজুড়ে বিস্তৃত একটি প্ল্যাটফর্ম, আমাদের অডিয়েন্স বাংলাদেশ এবং দেশের বাহিরে মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই এবং সিঙ্গাপুরে বসবাসকারী বাংলাদেশি সম্মানিত অভিবাসীগণও, তাদের জীবনের ব্যস্ত সময়ের ফাঁকে ছবিটি আনন্দের সাথে উপভোগ করতে পারবেন।

Reneta June

দর্শকরা খুব সহজেই দেশ এবং দেশের বাহিরে থেকে বঙ্গ’র আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ , এছাড়াও বঙ্গ’র ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড টিভি অ্যাপের মাধ্যেম ছবিটি উপভোগ করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View