চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অতিরিক্ত মাদক সেবনে হলিউড তারকার মৃত্যু?

মারা গেছেন হলিউড তারকা মাইকেল কেনিথ উইলিয়ামস। সোমবার ব্রুকলিনের নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স হয়েছিল ৫৪ বছর। নিউ ইয়র্ক পুলিশের সন্দেহ করছে অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয়েছে তার।

অভিনেতার মুখপাত্র মারিয়ান্না সাফরান মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘অভিনেতার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে।’

Bkash July

পুলিশ ধারণা করছে, অতিরিক্ত হিরোইন সেবনের ফলে মৃত্যু হয়েছে অভিনেতার। তবে তথ্যটি নিশ্চিত করা হয়নি। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরে জানানো হবে।

এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য ওয়্যার’-এ ‘ওমর লিটল’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। এছাড়াও কাজ করেছেন মার্টিন স্করসিসের ‘ব্রিঙ্গিং আউট দ্য ডেড (১৯৯৯) সহও একাধিক হলিউড ছবিতে। হলিউড রিপোর্টার

ISCREEN
BSH
Bellow Post-Green View