
প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কে গড়া অস্ট্রেলিয়ান পেস আক্রমণত্রয়ীকে এত হতাশ কখনও দেখা গিয়েছিল? প্রশ্নটার উত্তর হয়তো বেনো-কাদির ট্রফির রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দুটি দিন। ২৪ বছর পর আতিথেয়তা দেয়া পাকিস্তান অস্ট্রেলিয়ানদের উপর ছড়ি ঘোরাল দ্বিতীয় দিনেও।
রাওয়ালপিন্ডিতে বহুল কাঙ্ক্ষিত সফরে তিন টেস্টের প্রথম দুটি দিন নিজেদের করেছে বাবর আজমের দল। ধৈর্য রাখার খেলায় অজিদের শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে জমা করেছে ৪৭৬ রান। ছয় উইকেট হাতে রেখে ডিক্লেয়ার দেয়ার পর অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৫ রান করতে পেরেছে।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৫৭৪/৪ ডিক্লেয়ার; অস্ট্রেলিয়া ৫/০ (দ্বিতীয় দিন শেষে)
আলোক স্বল্পতার কারণে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের খেলা দ্রুতই শেষ হয়েছে। ১৬২ ওভারে নিজেদের ইনিংস ঘোষণা করে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে এর আগে, অস্ট্রেলিয়ান বোলারদের ওপর দাপট চালিয়েছেন পাকিস্তানি ব্যাটাররা। প্রথম দিনে ১৩২ রানে ব্যাট করা ইমাম-উল-হক এদিন যোগ করেছেন ২৫ রান। পেয়েছেন ক্যারিয়ারে প্রথম শতককে দিয়েছেন দেড়শতে রূপ।
ইমাম-উল-হক যখন ফিরেন তখন পাকিস্তানের সংগ্রহ ৩১৩ রান। ১২০.৫ ওভারে ইতোমধ্যে অজি অধিনায়ক প্যাট কামিন্স ব্যবহার করেছেন একাদশের আট বোলার। কিন্তু সাফল্য কিছুতেই ধরা দিচ্ছিল না অজিদের। ব্যক্তিগত ১৫৭ রানের মাথায় এলবির ফাঁদে পড়ে কামিন্সের শিকার হয়ে ফেরেন ইমাম-উল-হক। আজহারের সঙ্গে গড়া ২০৮ রানের অনবদ্য জুটি।

ইমাম ফিরলেও একপাশে থেকে অজিদের দুঃখ ভারী করছিল আজহার আলী। অভিজ্ঞ ব্যাটার তুলেছেন ক্যারিয়ারের ১৯তম শতক। ছাড়িয়েছেন দেড়শ। ৩৬১ বলে ১৮৫ রানের মাথায় পার্টটাইম বোলার লাবুশেনে শিকার হন আজহার। দুর্দান্ত ইনিংস সাজাতে ১৫টি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটার।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও ছিল ইমাম-আজহারের দখলে। ইমাম ফিরলে ৮২ বলে ৩৬ রান করে ফিরেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। মোহাম্মদ রিজওয়ান ২৯ রান ও ইফতেখার আহমেদ ১৩ রানে থাকতে ইনিংস ডিক্লেয়ার করে পাকিস্তান।
পাকিস্তানের রান পাহাড়ে চড়া ইনিংসে সাফল্য পেতে হাসফাস করেছে সফরকারী বোলাররা। অজিদের অধিনায়ক ২৮ ওভারে ৬২ রান খরচায় পেয়েছেন এক উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মার্নাস লাবুশেন ও নাথান লায়ন।
দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ করলে খুব বেশি সময় খেলতে পারেনি তারা। আলোর স্বল্পতার কারণে দিন শেষ হওয়ার আগে অজিদের দুই ওপেনার তুলেছে ৫ রান। আগামীকাল তৃতীয় দিনে ৫ রানে ব্যাট করবেন উসমান খাজা ও শূন্য রান থেকে ইনিংস সাজাবেন ডেভিড ওয়ার্নার। দিনশেষে পাকিস্তান সফরকারীদের থেকে ৪৭১ রানে এগিয়ে।