চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
ব্রাউজিং

বাংলাদেশ দলের ১০০ টেস্ট ম্যাচ

বাংলাদেশ দলের ১০০ টেস্ট ম্যাচ

নয় জয়ের সেই নায়কদের কথা

দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে যাত্রা শুরুর পর দেখতে দেখতে সাদা পোশাকে ১০০টি ম্যাচ খেলে ফেলল বাংলাদেশ। সাফল্যের হিসেবে জয়ই যখন সর্বোচ্চ মানদণ্ডের, তাতে টাইগাররা পাচ্ছে মাত্র ৯-নম্বর! ১৬ বছরের টেস্ট যাত্রায় মাত্র ৯টি জয়ের মুখ দেখেছে লাল-সবুজরা। যার প্রথমটি এসেছিল ১০ জানুয়ারি, ২০০৫ সালে; চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। আর সর্বশেষটি কলম্বোর পি সারায় শততম টেস্টের মাইলফলকের ম্যাচে।জয়ের মুখ দেখা এই ৯ টেস্টে সাফল্যের কারিগর হয়ে ছিল অনেকের ব্যাটে-বলের নৈপুণ্য। তবে প্রতিটি ম্যাচই বেছে নিয়েছিল নির্দিষ্ট একজন…

গ্রেগরি, সোবার্সের পাশে মুশফিক

দেশের শততম টেস্টে জয়ের পর অধিনায়ক মুশফিকুর রহিম বিরল এক গৌরবের মালিক হয়েছেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক সিড গ্রেগরি, ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স এবং পাকিস্তানের মুশতাক মোহাম্মদের সঙ্গে উচ্চারিত হবে তার নাম। শততম টেস্টে জয় পাওয়া এখন চতুর্থ অধিনায়ক বাংলাদেশের মুশফিক।কলম্বো টেস্টে জয় পেতে মুশফিকের অবদান অনেকখানি। বাকি তিন অধিনায়কের চেয়ে মাইলফলকের টেস্টে বরং বেশি উজ্জ্বল তিনি। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে ৫২ রান করে হাল ধরেন। দ্বিতীয় ইনিংসে ২২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে আনেন।অস্ট্রেলিয়ার অধিনায়ক সিড গ্রেগরি…

সাকিব-মুশফিকদের প্রধানমন্ত্রীর ফোন

মহাকাব্যিক এক জয়ে ‘জয় বাংলা কাপ’ টেস্ট সিরিজে সমতায় শেষ টেনেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে। নিজেদের শততম টেস্টের মাইলফলকের ম্যাচে জয়ের কীর্তি গড়েছে মাত্র চতুর্থ দেশ হিসেবে। দারুণ এই জয়ে ক্রিকেটপ্রেমীদের উল্লাসের সীমা নেই। তাতে সামিল হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। অধিনায়ক মুশফিক এবং অলরাউন্ডার সাকিবের সঙ্গে ফোনে কথা বলেছেন রাষ্ট্রপ্রধান।রোববার কলম্বোর পি সারায় জয়ের পর টাইগারদের শুভেচ্ছা জানাতে শততম টেস্টে জয়ী অধিনায়ক মুশফিকুর রহিম এবং সিরিজ সেরা সাকিব আল হাসানের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।প্রধানমন্ত্রী…

হাথুরুসিংহের খুশির দিন

বাংলাদেশ দলের কোচিং স্টাফদের বড় অংশ শ্রীলঙ্কান। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়ন, ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা। এর আগে স্পিন কোচ হিসেবে কাজ করে গেছেন রুয়ান কালপাগে। দুর্ভাগ্য কালপাগের, শিষ্যদের ঐতিহাসিক সাফল্যের দিন কোচ হিসেবে গর্বিত হতে পারলেন না। ছুটিতে গিয়ে হঠাৎ বেতন-ভাতা বাড়ানোর অন্যায্য দাবি তুলে বুঝিয়ে দেন বাংলাদেশে আর ফিরতে চাচ্ছেন না তিনি। বাধ্য হয়েই তাকে বিদায় জানায় বিসিবি।বাংলাদেশ দল প্রথম টেস্ট খেলতে গল স্টেডিয়ামে পা রাখতেই ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছিলেন কালপাগে।…

বিরল জয়ের চতুর্থ কীর্তি বাংলাদেশের

টেস্টে ক্রিকেটের ইতিহাসে চারটি বিরল জয়ের একটি এখন বাংলাদেশের। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের পর নিজেদের শততম টেস্টে জয় পেয়েছে টাইগাররা।কলম্বো টেস্টে জমজমাট লড়াইয়ের পর ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ।২০০০ সালের ১০ নভেম্বর প্রথম টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে। ওই ম্যাচে ৯ উইকেটের জয় পায় সৌরভ গাঙ্গুলির দল। টাইগারদের প্রথম জয় ২০০৫ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে। ২২৬ রানে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। এখন পর্যন্ত মোট জয় নয়টিতে। ড্র ১৫টি।শততম টেস্টে অস্ট্রেলিয়া মাঠে নামে সাউথ আফ্রিকার বিপক্ষে। ওল্ড…

মহাকাব্য লিখে ইতিহাসে বাংলাদেশ

যুদ্ধের ময়দান। চারদিকে তাক করা শত্রুর ‘অস্ত্র’। খুব কাছে ওঁত পাতা হিংস্র চোখ। হঠাৎ সৌম্য-ইমরুল নামের দুই যোদ্ধার পতন। সারা বাংলায় ‘আহহহ’ বলে আর্তনাদ। এরপর সুইপ, রিভার্স সুইপে ওই আর্তনাদে প্রলেপ দিয়ে সাব্বিরের জেগে ওঠা। সঙ্গে তামিমের ৮২। ‘মহাযুদ্ধ’ শেষে ইতিহাসে যে নামটি লেখা হল সেটি পাঁচ অক্ষরের- বাংলাদেশ!যদি কোন প্রলয়ের পর পৃথিবী থেকে ‘ক্রিকেট’ শব্দটি মুছে যায়। এবং আবার যদি কখনো ওই শব্দটি এই গ্রহে ফিরে আসে, তবে বাঙালির স্মরণে ৪ উইকেটের এই জয়টি সবার আগে স্থান পাবে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ দল হিসেবে নিজেদের শততম…

শততমের মঞ্চে আছেন ‘জিয়ন কাঠি’ মাশরাফিও

তিনি টেস্ট খেলেন না। চোট কেড়ে নিয়েছে তার ক্যারিয়ারের সোনালী সময়ের অনেকটা। টেস্ট থেকে তো দূরেই ঠেলে দিয়েছে। মাশরাফি বিন মুর্তজার চোটের গল্পটা না থাকলে রোববার হয়তো মাঠেই থাকতেন। সেটি সম্ভব হতে দেয়নি নিয়তি। তবে টাইগার ক্রিকেটের সঞ্জীবনী সুধা এই ক্রিকেটার আছেন। মাঠের বাউন্ডারির একটু দূরে। নিয়তিই যেন চাইছিল এই দিনটায় জয়ের পথে হাঁটতে থাকা মুশফিকদের খুব কাছে থাকুক মাশরাফি।বাংলাদেশ দল পি সারায় লড়ছে। ২২ রানে দুই উইকেট হারানোর ধাক্কা সামলে নিয়েছেন তামিম-সাব্বির। লক্ষ্যটা একশর নিচে নামিয়ে এসেছেন দুজনে। তখন টিভি ক্যামেরা খুঁজে নিল…

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

ঐতিহাসিক টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। সৌম্য-ইমরুল ফিরে যাওয়ার পর সাব্বির রহমান এবং তামিম ইকবাল দলকে পথে রেখেছেন।দলীয় ২২ রানে ফিরে যান সৌম্য সরকার (১০)। হেরাথের টার্নে বেশ নড়বড়ে মনে হচ্ছিলো তাকে। লম্বা পায়ে বার দুয়েক ডিফেন্স করার চেষ্টা করে ব্যর্থ হন। পরের বলটি টার্ন করার আগে ব্যাটে নিতে চেয়ে ডাউন দ্য উইকেটে আসেন। টাইমিংয়ে গড়বড় করে ফেলেন। ধরা পড়েন লংঅফে।ঠিক পরের বলে ইমরুল (০) বিদায় নিলে বিপদ বাড়ে। কুইকার ডেলিভারি ছিল। ইমরুল টার্ন বুঝতে পেরেছিলেন। কিন্তু লাইনে ব্যাট দিতে পারেননি। কানা ছুঁয়ে বল চলে যায় প্রথম…

ক্ষণিকের বিপদের পর লড়ছে বাংলাদেশ

ইতিহাস ১৯১ রান দূরে। সেই পথে হাঁটতে হাঁটতে ক্ষণিকের ‘হেরাথ-ধাক্কা’। দুই বলে দুজন সাজঘরে- সৌম্য, ইমরুল। এরপর তামিম-সাব্বির লড়াই করছেন। দিনের খেলা সম্ভাব্য ৫৯ ওভার বাকি আছে। বাংলাদেশকে এখনো করতে হবে ১৫৩ রান।দলকে ২২ রানে রেখে ফিরে যান সৌম্য সরকার (১০)। হেরাথের টার্নে বেশ নড়বড়ে মনে হচ্ছিলো তাকে। লম্বা পায়ে বার দুয়েক ডিফেন্স করার চেষ্টা করে ব্যর্থ হন। পরের বলটি টার্ন করার আগে ব্যাটে নিতে চেয়ে ডাউন দ্য উইকেটে আসেন। টাইমিংয়ে গড়বড় করে ফেলেন। ধরা পড়েন লংঅফে।ঠিক পরের বলে ইমরুল (০) বিদায় নিলে বিপদ আরো বাড়ে। কুইকার ডেলিভারি ছিল।…

১৯১ রান করলেই ইতিহাস

শততম টেস্টে জয় পেতে ১৯১ রান করতে হবে বাংলাদেশকে। রোববার শ্রীলঙ্কা ৩১৯ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে এই টার্গেট দাঁড়ায়। এদিন ১৩.২ ওভারের ভেতর দুই উইকেট হারায় লঙ্কানরা। একটি নিয়েছেন সাকিব। অন্যটি রানআউট।চতুর্থদিন ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের লিড নিয়েছিল শ্রীলঙ্কা। উইকেটে ছিলেন সেট ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরা। যিনি ১২৬টি বল খেলে ২৬ রান করেন। সুরঙ্গা লাকমাল ১৭ বলে ১৬ রানে ছিলেন। সেখান থেকে পেরেরা পঞ্চমদিন ৫০ করে ফিরেছেন। লাকমল করেন ৪২।টেস্টের ইতিহাসে নিজেদের শততম ম্যাচে জয়ের নজির আছে তিন দেশের- অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং…