চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
ব্রাউজিং
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশ-শ্রীলঙ্কা হোম সিরিজ ২০১৮

বাংলাদেশ-শ্রীলঙ্কা হোম সিরিজ ২০১৮

শুরুর হার ‘তাতিয়ে দিয়েছিল’ লঙ্কানদের

বাংলাদেশ সফর দিয়ে টানা হারের বৃত্ত ভেঙেছে শ্রীলঙ্কা। অথচ এই সফরেও তাদের শুরুটা হয়েছিল জিম্বাবুয়ে ও বাংলাদেশের সঙ্গে ওয়ানডে হেরে। তবে সেই হারই নাকি ভাল খেলার জ্বালানী হিসেবে কাজ করেছে। লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টুয়েন্টি সিরিজ শেষে তেমনটাই বলতে চাইলেন।‘দল হিসেবে আমরা খুব ভাল একটি সিরিজ শেষ করলাম। বিশেষ করে প্রথম দুই ম্যাচ বাজেভাবে হেরে যাওয়ার পর। আমি মনে করি ওটা আমাদের তাতিয়ে দিয়েছিল, শক্তভাবে ফেরার জন্য। এটা আমাদের খেলোয়াড় ও কোচিংস্টাফদের কঠোর পরিশ্রমের ফসল। আমরা যেভাবে পুরো সিরিজ শেষ…

ব্যর্থতার ষোলোকলায় শেষ বিষণ্ণতার সিরিজ

লক্ষ্যের পাহাড় টপকাতে উড়ন্ত শুরু আনতে হত, ব্যাটসম্যানরা আনলেন হামাগুড়ির শুরু। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সময়টাতে পাল্লা দেয়া যায়নি প্রয়োজনীয় রানরেটের অঙ্কটাতেও। ফল, ৭৫ রানে ম্যাচ হাতছাড়া করে বিষণ্ণতার সিরিজে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ।দুই জয়ে শুরুর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছেই ফাইনালে বিপর্যয়। পরে চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানদের বীরত্বে ড্র করা গেলেও ঢাকায় আড়াইদিনে ম্যাচ হাতছাড়া। টি-টুয়েন্টিতে তো দুই ম্যাচেই হারতে হল। সিরিজটা হয়ত ভুলেই যেতে চাইবে বাংলাদেশ। অবশ্য না ভুললেই ভাল! আত্মবিশ্লেষণে নিজেদের…

পাহাড় টপকাতে হামাগুড়ি

জিততে হলে দুটি রেকর্ড গড়তে হবে। টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ, সঙ্গে এ ফরম্যাটে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। সেই পথে ২১১ রান টপকানোর বোঝা। পাহাড়ের পেছনে ছুটতে যেয়ে সেখানে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে বাংলাদেশ।ছোট ফরম্যাটে আগে কখনও দুইশই ছুঁতে পারেনি বাংলাদেশ। নিজেদের সর্বোচ্চ সংগ্রহটি ১৯৩ রানের, মিরপুরে দুদিন আগে করেছিল স্বাগতিকরা। আর রান তাড়া করে জেতার বাংলাদেশি রেকর্ডটি ১৬৪ রানের। সেটিও ২০০৭ সালে, টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই ফরম্যাটে দুইশর ওপরের রান টপকে যাওয়া তাই সামর্থ্যের কঠিন পরীক্ষাই…

রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে

আগের ম্যাচে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও জয় আনা যায়নি। দ্বিতীয় ম্যাচে জিততে তো রেকর্ডই করতে হবে বাংলাদেশকে। শুরুতে ব্যাট করে ২১০ রান জমা করেছে শ্রীলঙ্কা। সেখানে ছোট ফরম্যাটে আগে কখনও দুইশই ছুঁতে পারেনি বাংলাদেশ।টি-টুয়েন্টিতে রান তাড়া করে জেতার বাংলাদেশি রেকর্ডটি ১৬৪ রানের। সেটিও ২০০৭ সালে, টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর এই ফরম্যাটে নিজেদের সর্বোচ্চ সংগ্রহটি ১৯৩ রানের, মিরপুরে দুদিন আগে করেছিল স্বাগতিকরা।সিলেটে রানের উইকেটে শুরুতেই ঝড় তোলেন কুশল মেন্ডিস ও দানুস্কা গুনাথিলাকা। ওপেনিং জুটিতে তাদের…

‘সবুজ গালিচায়’ বিশেষ কয়েনে টস

২০১৪ সালে উদ্বোধনের পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়িয়েছিল টি-টুয়েন্টি বিশ্বকাপের ৬টি ম্যাচ। তবে রোববারের আগ পর্যন্ত স্বাগতিক দলকে আতিথ্য দেয়ার সুযোগ পায়নি ভেন্যুটি। বাংলাদেশ দলের প্রথম পদার্পণের ম্যাচে তাই টস হয়েছে সোনালী রংয়ের বিশেষ কয়েনে।শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নেয় সিলেট বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থা। বিশেষ কয়েনে টসভাগ্যে জয়ী হয় বাংলাদেশই। যদিও লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়ে ফিল্ডিং করছে লাল-সবুজের দল।শহর থেকে তিন কিলোমিটার দূরে লাক্কাতুরায় অবস্থিত সিলেট স্টেডিয়ামটি। পাহাড়, চা…

তামিমের ফেরার দিনে রাহী, মেহেদীর অভিষেক

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টুয়েন্টি ম্যাচে টস জিতে আগে বল করবে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল। সাব্বির রহমান জায়গা হারিয়েছেন। অভিষেক হচ্ছে লোকালবয় আবু জায়েদ রাহী এবং মেহেদী হাসানের।সাব্বিরের পরিবর্তে দলে এসেছেন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওপেন করা মিঠুন।উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিঠুন সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন ২০১৬ বিশ্বকাপে, নিউজিল্যান্ডের বিপক্ষে। ছোট সংস্করণে বাংলাদেশের হয়ে ১২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ২৮ বছর বয়সী মিঠুনের।প্রথম টি-টুয়েন্টিতে পাটা উইকেটে ২৫ রান দিয়ে দুই উইকেট নেয়া অপু একাদশে জায়গা…

সান্ত্বনার জয়ে শেষ করার আশা

নতুন ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ম্যাচ জিতে হতাশার মেঘ সরাতে চায় বাংলাদেশ। আর সেটি সম্ভব করতে হলে ক্রিকেটারদের ভাল খেলার তাগিদ অনুভব করা জরুরী বলে মনে করেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।‘দলের এই অবস্থায় প্রত্যেকের নিজ থেকে তাগিদ আসা উচিত। প্রত্যেকের মনে স্পৃহা তৈরি হোক যে দলকে আমি ভালো কিছু উপহার দিতে চাই।’ শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন অধিনায়ক।সাকিব আল হাসান ইনজুরিতে পড়ায় মাহমুদউল্লাহ এখন অধিনায়কের দায়িত্বে। রোববারের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে তার অধিনায়ক অধ্যায়। শেষটা তাই জয়ে রাঙাতে চান,…

বাংলাদেশকে হারানোর কৃতিত্ব নিচ্ছেন হাথুরুসিংহে

সফর শুরু হওয়ার আগে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। চন্ডিকা হাথুরুসিংহে সেই আলোচনা কখনো পাত্তা দিতে চাননি। অবশেষে সফরের শেষ ম্যাচের আগে দাবি করলেন, সাবেক শিষ্যদের ক্ষমতা-অক্ষমতা তার জানা থাকায় শ্রীলঙ্কার এমন সাফল্য।ত্রিদেশীয় সিরিজে টানা জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। সেই দলটি টানা দুই ম্যাচ হেরে ট্রফি জেতার সুযোগ হাতছাড়া করে।শ্রীলঙ্কা বাংলাদেশে আসার আগে সব সংবাদ সম্মেলনে হাথুরুকে নিয়ে ছিল আলোচনা। প্রতিপক্ষ দলে সাবেক কোচ থাকায় কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নে বাংলাদেশের প্রায় সবাই দাবি করেছিলেন, কোনো সমস্যা হবে না।…

সিলেট স্টেডিয়াম দেখে মুগ্ধ হাথুরুসিংহে

স্থাপত্যশৈলীর অপরূপ নিদর্শন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। ভেতরে নান্দনিক কাঠামো আর বাইরে ছায়াশীতল প্রাকৃতিক পরিবেশ। পাহাড়, চা বাগান, ঘন বনের মাঝে দাঁড়িয়ে আছে অনিন্দ্য সুন্দর গ্র্যান্ডস্ট্যান্ড, টেলিভিশনের আদলে চার কোণ মিডিয়াবক্স, দেশের একমাত্র গ্রিন গ্যালারি। অনেক নতুনত্ব। বিপিএল খেলতে গিয়ে মাশরাফী-সাকিব-মুশফিকদের কণ্ঠে শোনা গেছে স্টেডিয়ামটির বন্দনা। বাদ যাননি বিদেশি ক্রিকেটাররাও। এবার শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে প্রথম দর্শনেই মুগ্ধ হলেন।বাংলাদেশের কোচ হিসেবে সাড়ে তিন বছর কাটিয়ে গেছেন। অথচ তার সময়ে কোনো খেলা হয়নি…

হাথুরু এখনো চান, বাংলাদেশ ভাল খেলুক

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় তুলে অন্যরকম এক বার্তা দিয়েছিল হেড কোচবিহীন বাংলাদেশ। কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছে দৃশ্যপট। সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে প্রতিপক্ষ দলের সঙ্গে থাকায় টাইগারদের শক্তি-দুর্বলতা নিয়ে দ্রতই পাঠ দিতে পেরেছেন ক্রিকেটারদের।ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে অনেকটা ‘অজেয়’ হয়ে উঠেছে সফরকারীরা। সফরের শেষ টি-টুয়েন্টি ম্যাচের আগে হাথুরু যেমন নিজ দলকে সিরিজ জেতানোর পরিকল্পনা আটছেন, তেমনি পুরনোর শিষ্যদের কথা মনে করে চাইছেন বাংলাদেশও ভাল খেলুক।শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচপূর্ব…