চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারকাদের স্ট্যাটাস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উদযাপন করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। ভাষাকে ভালোবেসে অনেক তারকা অভিনয় করেছেন নাটক, চলচ্চিত্র কিংবা গানে। অনেকে আবার ফেসবুক স্ট্যটাস দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

অভিনয়শিল্পী শাহনাজ খুশি ফেসবুক স্ট্যটাসে লিখেছেন: ‘যারা রাজনীতির আসন নয়, ধর্মের পতাকা নয়, বাংলা ভাষাকে রক্ষার জন্য জীবন দিলেন, তাদের জানাই হাজার সালাম, আমার প্রাণের ২১ শে ফেব্রুয়ারি।’

অভিনয়শিল্পী মৌসুমী নাগ স্ট্যাটাসে লিখেছেন: ‘আমার ছোটন একটু একটু করে মাতৃভাষা শিখছে, তার মায়ের ভাষা, আমার ভাষা, বাংলা ভাষা, ভালোবাসা- ভালোবাসা।’

সঙ্তংগীশিল্পী শফিক তুহিন স্ট্যটাসে লিখেছেন:  ‘অ আ ই ঈ ক খ গ ঘ …..ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।’

জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী বড়ুয়া স্ট্যটাসে লিখেছেন:  ‘আমার বর্ণমালা, আমার বাংলা, আমার ভাষা, আমার বাংলাদেশ।’

অভিনয়শিল্পী সামিয়া তুষ্টি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: ‘আমি দুঃখিত, লজ্জিত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে। এখন শিশুরা “মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি” গানটি শোনেনি। আমি অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিরবে কাঁদলাম। কিছুই কি করার নাই, শুধু কি এখন আমাদের সকল কিছু দিবসে পরিণত হবে। হারিয়ে যাবে আমাদের অস্তিত্ব।’

নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী বিজরী বরকতুল্লাহ স্ট্যাটাসে লিখেছেন: ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’