চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৮ বছরেও চালু হয়নি জয়পুরহাটের ফায়ার সার্ভিস স্টেশন

শফিউল বারী রাসেল, জয়পুরহাট প্রতিনিধি: নির্মাণ কাজ প্রায় শেষ হওয়ার ৮ বছর পেরিয়ে গেলেও জয়পুরহাটের কালাই ফায়ার সার্ভিস স্টেশন এখনও চালু হয়নি। উপজেলার আড়াই শ’র বেশি মিল-কারখানা ও আলু সংরক্ষণাগারসহ বহু কাঁচা-পাকা বাড়ি-ঘর ঝুঁকির মুখে রয়েছে।

জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পাশে কালাই পৌর শহরে ২০০৯ সালে ফায়ার সার্ভিস স্টেশনটির নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ প্রায় পুরোপুরি শেষ হয়েছে। কিন্তু ২০১০ সালের জুন মাসে জমিটির মালিকানা সংক্রান্ত মামলায় উচ্চ আদালত ৩ মাসের স্থগিতাদেশ দেন।

এরপর প্রায় ৮ বছর পেরিয়ে গেলেও বিভিন্ন জটিলতা আর কর্তৃপক্ষের অবহেলায় ফায়ার সার্ভিস স্টেশনটি চালু হচ্ছে না।

ঠিকাদারী প্রতিষ্ঠানের দাবি, মামলা নিষ্পত্তি না হওয়ায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তবে বাদী পক্ষ বলছেন, সঠিক মূল্য পেলে তারা জনস্বার্থে মামলা তুলে নেবেন।

দ্রুত মামলা নিষ্পত্তি করে কালাই ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করা না গেলে কালাইবাসীকে কাক্সিক্ষত সেবা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা।

স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে ফায়ার সার্ভিস স্টেশনটি দ্রুত চালুর উদ্যোগ নেবে সরকার এমনই প্রত্যাশা সকলের।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টটে: