চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৪৭ কোটি টাকা ব্যয়ে সন্দ্বীপে নতুন জেটি

সন্দ্বীপবাসীর নৌরুটে যাতায়তের দুর্ভোগ লাগোবে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নতুন আরেকটি জেটি। প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ আধুনিক এই জেটির কাজ শনিবার উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিআইডব্লিউটিসির আয়োজনে গুপ্তছড়া ঘাটে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কোমডর মোজাম্মেল হক, চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান, নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব আব্দুর সামাদ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম, জেলা পরিষদের সদস্য আফতাব খান অমি, চট্টগ্রাম বন্দর আসনের সাংসদ লতিফুর রহমান, সাংসদ মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান শাহজাহান বিএ সমকাল চট্টগ্রাম ব্যুরোচীপ সরোয়ার সুমন সহ সন্দ্বীপের অন্যান্য নেতৃবৃন্দ।

সকাল ৯ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও অতিথিদের আসতে বিলম্ব হওয়ায় বেলা সাড়ে ১২টায় মূল অনুষ্ঠান শুরু হয়। এর আগে সকাল থেকে সভা স্থলে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বেলা সাড়ে বারোটায় প্রধান অতিথিসহ বিশেষ অতিথিগন স্পীড যোগে সন্দ্বীপ এসে পৌছান। এসময় তাদের স্বাগত জানান সাংসদ মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান শাহজাহান বিএ সহ নেতৃবৃন্দ। বেলা সাড়ে বারোটায় নামফলক উম্মোচন ও দোয়ার মধ্যে দিয়ে শুরু হয় জেটির উদ্বোধনি অনুষ্ঠান।৪৭ কোটি টাকা ব্যায়ে সন্দ্বীপে নতুন জেটির কাজ উদ্বোধনঅনুষ্ঠান শুরুর শুরুতেই সমকাল চট্টগ্রাম ব্যুরোচীপ সন্দ্বীপের সন্তান সরোয়ার সুমন সন্দ্বীপের যাতায়াত সমস্যা, স্পীড বোটের অতিরিক্ত ভাড়া, লাল বোট নিহত ১৮ জনের ক্ষতিপুরন, ভাসান চরের মালিকানা ফেরত সহ সন্দ্বীপের গুরুত্বপুর্ন কিছু সমস্যা অতিথিদের কাছে তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব মোঃ আব্দুল সামাদ সন্দ্বীপের পর্যটন সম্ভবনা নিয়ে কথা বলেন এবং এদিকে নজর দেয়ার আহবান জানান। জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম ঘাটের সমস্যা নিয়ে কথা বলেন এবং এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে স্পীড বোট ভাড়া কমানোর ঘোষনা দেন।

নতুন নির্মিত জেটি প্লাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে। বন্দর আসনের সাংসদ লতিফুর রহমান সন্দ্বীপকে নানার বাড়ি উল্লেখ করে সন্দ্বীপ আসতে পেরে তার উচ্ছাস প্রকাশ করেন এবং নৌ যাতায়ত সহ সন্দ্বীপের সমস্যাগুলো সমাধানে সরকারের নেয়া পদক্ষেপের প্রসংসা করেন।

চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান বন্দরের উন্নয়নের পাশাপাশি বন্দরের কাছের উপকুল হওয়ায় সন্দ্বীপের উন্নয়নেও নজর রখবেন বলে আশা ব্যাক্ত করেন। সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান শাহজাহান বিএ নতুন জেটির কাজের গুনগত মান রক্ষা এবং আগের জেটির কাজের ত্রুটির কথা উল্লেখ করে কতৃপক্ষের কাছে চুক্তি অনুযায়ি কাজ করার অনুরোধ করেন।

সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা তার বক্তব্যে নৌপথে তার পরিবারের দুই সদস্য কে হারানো এবং নিজের নদীতে পড়ে যাওয়ার কথা স্মরণ করে এই পথের দুর্ভোগের কথা তুলে ধরেন। সাংসদ জেলা পরিষদের চেয়ারম্যান কে স্পীড বোট ভাড়া কমানো সহ ঘাটের মালিকানা নিয়ে দ্বন্দ্ব বন্ধে জোর দাবী জানান।

প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এসময় তিনি বলেন: আমি নদী পাড়ের মানুষ তাই দ্বীপ এলাকার মানুষের কষ্ট বুঝি। সন্দ্বীপের সমস্যা সমাধানে বর্তমান সরকার আন্তরিক, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপকে বিদ্যুতের আওতায় আনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন: জননেত্রী শেখ হাসিনা সারা দেশে উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছেন তার অংশ হিসেবে আলোকিত হবে সন্দ্বীপ।৪৭ কোটি টাকা ব্যায়ে সন্দ্বীপে নতুন জেটির কাজ উদ্বোধনসন্দ্বীপের মানুষের নৌ-পথে যাতায়তে দুর্ভোগ লাঘবে মন্ত্রী জানান: আগামী ২০১৮ সালের জুনে গুপ্তছড়া কুমিরা রুটে ৫শ’ যাত্রী ধারণ ক্ষমতার নতুন জাহাজ হবে এবং এটি কোন কমিশন এজেন্ট কে না দিয়ে বিআইডব্লিউটিসির তত্বাবধানে পরিচালিত হবে। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে এসটি সালাম ও এসটি বরকত সিট্রাক এই রুটে চলাচল করবে।

১৫ কিলোমিটার নৌরুটে স্পীড বোট ভাড়া ৩০০ টাকা জেনে তিনি বলেন: এর ভাড়া সর্বোচ্চ ১৫০ টাকার বেশী হতে পারে না। ভাড়া কমানোর ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।