চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

৩ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে: ৫’শ ঘরবাড়ি ও দোকানপাট পুড়ে ছাই

কয়েক মাসের ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর কড়াইল বস্তিতে। আগুনে প্রায় ৫’শ ঘরবাড়ি ও দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় আশ্বাস দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

কয়েক ঘন্টা আগেও এখানেই আবুল কালামের কাঠের ফার্নিচারের দোকান ছিলো। আগুনে পুড়ে এখন তা শুধুই ছাই।

বৌবাজারের কড়াইল বস্তিতে দুপুর আড়াইটার কিছু আগে আগুন লাগে। মুহূর্তেই দাউদাউ করে ছড়িয়ে পড়ে আগুন।

korail-agun

খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় স্থানীয় স্বেচ্ছাসেবকরা। তবে খুব দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে হিমশিম খেতে হয় ফায়ার ফাইটারদের। আর ততক্ষণে আগুনে পুড়ে ছাই বস্তির প্রায় ৫’শ ঘর।

nnn

প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকান্ডের কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারেনি তারা।

mmm

পরে সেখানে আসেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন,‘ ৪-৫’শ বাড়ি একেবারে ছাই হয়ে গেছে। পরিবারগুলোর সঙ্গে কথা বলেছি। ক্ষয়ক্ষতি এখনি জানতে পারিনি কিন্তু কমপক্ষে ৩ হাজার মানুষ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে’।

এর আগে গত ১৪ মার্চ ঢাকার অন্যতম বৃহৎ এ বস্তিতে আগুনে অর্ধশত ঘর পুড়ে যায়।