চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

২১ আগস্ট মামলা তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ

একুশে আগস্টের গ্রেনেড হামলার পর অবিস্ফোরিত গ্রেনেড ধ্বংস করা হয়েছিলো আদালতের অনুমতি ছাড়া। মামলার সাক্ষ্যে এই তথ্য জানিয়ে ওয়ান ইলেভেনের সময়কার তদন্ত কর্মকর্তা ফজলুল কবীর বলেছেন, আদালতের অনুমতি ছাড়া অবিস্ফোরিত গ্রেনেড ধ্বংস করা আইনসঙ্গত ছিলো না।

একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার ২২৪তম সাক্ষী সিআইডির সাবেক এএসপি ফজলুল কবীর। ওয়ান ইলেভেনের সময় তার তদন্তেই প্রথম মামলাটি সঠিক গতিপথ পায়। ওই তদন্তে বেরিয়ে আসে হামলার সঙ্গে সরাসরি হরকাতুল জিহাদের সংশ্লিষ্টতা।

মুফতি হান্নান, মাওলানা তাজউদ্দিনসহ আসামী করা হয় চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে। ২০০৭ সালে তদন্তের দায়িত্ব নিয়ে চার্জশিট দিয়েছিলেন পরের বছর। তদন্ত প্রক্রিয়ার খুঁটিনাটি নিয়ে আদালতে সাক্ষ্য দেয়া শুরু করেছেন সিআইডির সাবেক এই কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, এটি ছিলো মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা।

মামলার পরবর্তী তারিখ ৬ ও ৭ জুন ঠিক করেছেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন। ওইদিন সাবেক তদন্ত কর্মকর্তা ফজলুল কবীর তার সাক্ষ্যের বাকি অংশ আদালতে তুলে ধরবেন।