চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আজ লক্ষ্মীপুর যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দীর্ঘ ১৮ বছর পর আজ লক্ষ্মীপুরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত সর্বস্তরের মানুষ।তার আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ডে সাজানো হয়েছে পুরো জেলা শহর। মাইকিং করে প্রচার করা হচ্ছে শহরের মহল্লা থেকে পল্লী অঞ্চলের আনাচে কানাচে। নতুন রং-এ সাজে সাজানো হয়েছে দৃশ্যমান বিভিন্ন ভবন রাস্তা-ঘাট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর জেলা ষ্টেডিয়ামে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত  জনসভায় প্রধাণ অতিথির ভাষণ দেবেন। জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনগুলো প্রধানমন্ত্রীর এ জনসভাকে সফল করার জন্য প্রস্তুত।

এ দিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা থেকে যাওয়া নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জেলা পুলিশও তৎপর রয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপুরের বিভিন্ন  উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া জেলাবাসীর পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হবে তার কাছে।