চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

১২ বছরের কিশোর গাড়ি চুরি করে চালিয়ে গেল ১৩শ কি.মি

অস্ট্রেলিয়ায় ১২ বছরের এক কিশোর গাড়ি চুরি করে ১৩শ কিলোমিটার পথ পাড়ি দিল একা। তেরশ কিমি (৮০০ মাইল) যাবার পর পুলিশ তাকে থামাতে সমর্থ হয়।

নিউ সাউথ ওয়েলস এর ব্রোকেন হিল অতিক্রম করার সময় সেখানকার একটি পেট্রোল পাম্পের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গাড়ি ঝোলানো বাম্পার দেখে পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, কিশোরটি নিউ সাউথ ওয়েলস এর কেন্ডাল থেকে ৪,০০০ কি.মি পথ পাড়ি দিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ যাওয়ার চেষ্টা করছিল। তাকে গ্রেফতার করে ব্রোকেন হিল পুলিশ স্টেশনে নেয়া হয়।

তার পরিবার আগেই জানিয়েছিল যে তাদের ছেলে নিখোঁজ। রবিবার এসে তারা তাকে নিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা কিম ফেহন অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে জানান, সে তার পরিবারের গাড়ি নিয়ে পালিয়েছিল। তবে এটা পরিস্কার নয় যে সবার চোখ এড়িয়ে ছেলেটি কিভাবে একা এতটা পথ পাড়ি দিল। এমনকি যাত্রাপথে সে নিউ সাউথ ওযেলস এর প্রত্যন্ত ও প্রতিকূল এলাকাও পাড়ি দিয়েছে।

নিউ সাউথ ওয়েলস এর একজন পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, কিশোরটির বিরুদ্ধে কিশোর অপরাধী হিসেবে অভিযোগ আনার সম্ভবনা বয়েছে।