চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

১০ বিলিয়ন ডলার মূলধনে সার্বভৌম সম্পদ তহবিল গঠনে মন্ত্রিসভার অনুমোদন

১০ বিলিয়ন ডলারের মূলধন নিয়ে বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল গঠনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও বাণিজ্য সংগঠন আইন ২০১৬ ও চার্টার্ড অ্যাকাউন্টস আইন ২০১৭’র খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক খসড়া অনুমোদন পেয়েছে ‘কৃষিকাজে ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন ২০১৭’।

মন্ত্রীসভায় সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি ও জাতীয় নেতা মো. কামারুজ্জামানের সহধর্মিনী জাহানারা জামান এর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

একই সঙ্গে আইএমও প্রবর্তিত দু’টি খসড়া প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভায়।