চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

১০ বিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল আইন হচ্ছে

নতুন ঘোষিত ১০ বিলিয়ন ডলারের সভরিন ওয়েলথ ফান্ড বা সার্বভৌম সম্পদ তহবিল আইন হচ্ছে শিগগিরই।

অর্থসচিব মাহবুব আহমেদ বলেছেন, বিদেশী ব্যাংকের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নেয়ার বিকল্প, রিজার্ভের অর্থের এক অংশের অপেক্ষাকৃত লাভজনক ব্যবহার, সর্বোপরি প্রবৃদ্ধি সঞ্চারী প্রকল্পের অর্থায়নে এ তহবিল ব্যবহার করা হবে।

এতে টাকার অতি মূল্যায়নের প্রবণতাও কমবে বলে মনে করছেন তিনি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/j4Z2_xeMCwY