চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

১০ কোটি ৬০ লাখ পাটের বস্তা ক্রয়ে চুক্তি

বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের (বিসিএসএ) মধ্যে ৪৩৫ কোটি টাকা মূল্যের ১০ কোটি ৬০ লাখ পিচ পাটের বস্তা সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বিজেএমস’র পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সালেহ উদ্দিন। বিসিএসএর পক্ষে বিসিএসএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট ড. কামরুল হোসেন চৌধুরী।

সমঝোতা অনুযায়ী প্রতি পিচ পাটের বস্তার মূল্য ধরা হয়েছে ৪২ টাকা এবং চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বিজেএমসি বিসিএসএকে এসব বস্তা সরবরাহ করবে।

অনুষ্ঠানে পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান বলেন, বর্তমানে ২৮৫ ধরনের পণ্য দেশে ও বিদেশে বাজারজাত করা হচ্ছে। অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা উন্নয়ন করে ইউরোপের দেশগুলোতেও পাটজাত পণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।