চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হ্যারি পটারের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রিটিশ কাউন্সিলে উৎসব

দেশের হ্যারি পটার ভক্তদের জন্য হ্যারি পটার উৎসবের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। প্রকাশনা সংস্থা ব্লুমসবারির ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ প্রকাশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেই এ উৎসবের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল।

১৫ অক্টোবর থেকে শুরু হওয়া উৎসবটি চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।

ব্রিটিশ কাউন্সিলের ‘লাইব্রেরিজ আনলিমিটেড’ প্রকল্পের অংশ হিসেবে হ্যারি পটার উৎসবটি তিনটি পর্যায়ে যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা এবং রাজশাহীর গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে ‘লাইব্রেরিজ আনলিমিটেড’ প্রকল্পটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অংশীদারীত্বে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের সহযোগিতায় দেশজুড়ে বাস্তবায়িত হচ্ছে।

উৎসবের প্রথম পর্যায়টি গত ১৫ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রায় ২ হাজার হ্যারি পটার ভক্তের অংশগ্রহণে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গুপ্তধন খোঁজা, কুইজ ও গেমসসহ নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়।

বিখ্যাত জাদুকর জুয়েল আইচ’র জাদু প্রদর্শনীর পাশাপাশি সম্পূর্ণ জাদুর ভুবনের সঙ্গে হ্যারি পটার ভক্তদের সংযোগ করতে ‘উইজার্ডস ক্লাসরুম’ নামক জাদুর কর্মশালারও ব্যবস্থা করা হয়েছে  উৎসবে।

জাদু দেখাচ্ছেন জুয়েল আইচ

উৎসবের দ্বিতীয় পর্যায় ২১ অক্টোবর রাজশাহীতে এবং ২৮ অক্টোবর চট্টগ্রাম, সিলেট ও খুলনাতে অনুষ্ঠিত হবে তৃতীয় পর্যায়।

ঢাকার মতো দেশের অন্যান্য স্থানেও উৎসব উদযাপনে শিশু-কিশোর, তরুণ ও প্রাপ্ত বয়স্কদের জন্য নানা কর্মসূচির আয়োজন করবে প্রতিষ্ঠানটি।

হ্যারি পটার উৎসবের যাবতীয় কার্যক্রম বিভাগীয় গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হবে। তাই গণগ্রন্থাগারে এসে যে কেউ এতে অংশ নিতে পারবে।

বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গণগ্রন্থাগার নেটওয়ার্কের মাধ্যমে গ্রন্থাগার ও তথ্যসেবা সম্পর্কে গণসচেতনতা তৈরি করাই হচ্ছে এই সহযোগিতাপূর্ণ উৎসবের মূল উদ্দেশ্য।

উৎসবের একটি মুহূর্ত

কিশোর কল্পকাহিনী ভিত্তিক উপন্যাসের সিরিজ হ্যারি পটারের রচয়িতা জনপ্রিয় ব্রিটিশ লেখক জে কে রোলিং। হগওয়ার্টস স্কুল অব উইচক্রাফট অ্যান্ড উইজারড্রির শিক্ষার্থী কিশোর জাদুকর হ্যারি পটার এবং তার দুই বন্ধু হারমাইনি গ্রেঞ্জার এবং রন উইজলিকে ঘিরেই হ্যারি পটার সিরিজের গল্পগুলো আবর্তিত।

ইংরেজ পটভূমিতে গড়ে ওঠা হ্যারি পটারের কল্পকাহিনি বাংলা ভাষা সহ প্রায় ৮০টি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং এর মাধ্যমে বিশ্বসাহিত্য, ইংরেজি সাহিত্যপ্রেমী এবং চলচিত্রপ্রেমীরা সমৃদ্ধ হয়েছেন।