চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হোয়াইটওয়াশ হয়ে শীর্ষস্থান হারালো অস্ট্রেলিয়া

রঙ্গনা হেরাথের বোলিং বীরত্বে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে এই
প্রথমবারের মতো হোয়াইওয়াশ করেছে  শ্রীলঙ্কা।

তৃতীয় টেস্টের শেষদিনে ১৬৩
রানের হারের সঙ্গে টেস্ট র‌্যাঙ্কিয়ের শীর্ষস্থান হারিয়েছে অজিরা। তাদের টপকে একনম্বরে এখন ভারত। দ্বিতীয়স্থানে রয়েছে পাকিস্তান। আর অজিরা নেমে গেছে তিনে।

শেষ দিনের ঘণ্টা খানেক ব্যাট করে ৮ উইকেটে ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। তাতে অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাঁড়ায় ৩২৪ রানের। এশিয়ায় চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই অজিদের। তার ওপর বিধ্বংসী হয়ে ওঠেন বাঁ হাতি স্পিনার হেরাথ। তাতে চা বিরতির আগে ১৬০ রানেই গুটিয়ে যায় স্টিভ স্মিথের দল।

৬৪ রানে ৭ উইকেট হেরাথের। তিন ম্যাচের সিরিজে ২৮ উইকেট নিয়েছেন তিনি। আর বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৭ নম্বর দলের কাছে হোয়াইওয়াশ হয়েছে এক নম্বর অস্ট্রেলিয়া।

এর আগে দেশের মাটিতে কেবল জিম্বাবুয়ে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০তে জয়ের ইতিহাস ছিল শ্রীলঙ্কার। আর উপমহাদেশের দলের বিপক্ষে টানা তৃতীয় অ্যাওয়ে সিরিজ হারলো অস্ট্রেলিয়া।