চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হিন্দি গানে একুশে উদযাপন!

রক্তের বিনিময়ে অর্জন করতে হয়েছে বাংলা ভাষা। ১৯৫২ সালের এই দিনে বাঙালি তরুণদের আত্মদান এখন পুরো বিশ্বেই স্বীকৃত। বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জনের এই দিনটিই পাড়া-মহল্লায় উদযাপিত হচ্ছে হিন্দি গান বাজিয়ে!

পাড়ার অনুষ্ঠানে হিন্দি গান গাইছে শিশু

মোহাম্মাদপুর শেখেরটেকের একটি গলিতে চলাচলের পথ বন্ধ করে একুশে উদযাপনের মঞ্চ বসেছে। এলাকার স্থানীয় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ বেশ আগ্রহ নিয়ে অনুষ্ঠান দেখছিল। মাইকে বাজিয়ে উচ্চ শব্দের একটি হিন্দি আইটেম গানের সাথে চার-পাঁচ বছরের তিনটি শিশু নাচছিল। নাচ শেষ হওয়ার পর গানের পালা। আরেকটি শিশু মঞ্চে এলো। এবারও বাংলা গানের বদলে শুরু হলো হিন্দি গান।

একুশের এই দিনে এমন দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগে, আমরা কী শেখাচ্ছি শিশুদের? ভাষার প্রতি এই সম্মান শুধু একদিনেই সীমাবদ্ধ!