চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাওরে পিকেএসএফ’র সুদমুক্ত ঋণ

হাওরাঞ্চলে সম্প্রতি পাহাড়ী ঢল ও টানা বর্ষণে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ২০ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন-পিকেএসএফ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, হাওর অঞ্চলের মানুষের দুর্দশা বিবেচনা করে দুর্যোগ সংক্রান্ত নীতিমালার আলোকে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য নিয়মিত ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার পাশাপাশি সদস্যদের সঞ্চয় তহবিল থেকে সঞ্চয় তুলারও সুযোগ দিয়েছে।

 

ক্ষতিগ্রস্ত ৮টি সংস্থার মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে। দুর্গত মানুষের দুর্দশা লাঘবে এই সুদমুক্ত ঋণ সহায়তা সহায়ক হবে বলে আশা করছে পিকেএসএফ।

প্রত্যন্ত হাওর অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে পিকেএসএফ এর উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে সহায়তা কর্মসূচি ‘LIFT’ এর আওতায় একটি আর্থিক সেবা কর্মসূচি ও ‘সমৃদ্ধি’ শীর্ষক অন্য একটি কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি নানাবিধ কর্মসূচি পরিচালনা করছে।

প্রাথমিকভাবে কিশোরগঞ্জ জেলার নিকলী, মিঠামইন এবং অষ্টগ্রাম উপজেলা, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা এবং সুনামগঞ্জ জেলার সাল্টা উপজেলায় উদ্যোগটির বাস্তবায়ন শুরু করা হয়।