চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হরতালেও আদালতে যাচ্ছেন খালেদা জিয়া?

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দিতে যাওয়া নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বৃহস্পতিবার আদালতে হাজিরা দেওয়ার বিষয়টি পূর্বনিধারিত থাকলেও হরতালের কারণে এ অস্পষ্টতা তৈরি হয়।

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে বামপন্থী কয়েকটি সংগঠন। ওই হরতালে সমর্থ ন জানিয়েছে বিএনপি।

এই অবস্থায়  খালেদা জিয়ার আদালতে যাওয়া নিয়ে দলটির কোনো নেতাই স্পষ্ট করে কিছু জানাতে পারেনি।

আগেরদিন বুধবার বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, হরতালের সময় আদালতে যাওয়া হচ্ছে না। পরিস্থিতি বিবেচনা করে ২টার পর বেগম খালেদা জিয়া আদালতে যেতে পারেন।

বৃহস্পতিবার সকালে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকতা শামসুদ্দিন দিদার চ্যানেল আই অনলাইনকে বলেন, এটা আদালতের ওপর নির্ভর করছে। যদি আদালত হরতালের কারণে বিষয়টি সুবিবেচনা করেন তাহলে আদালতে যাবেন না ম্যাডাম। আর যদি আদালত চান তাহলে তিনি হরতাল শেষে ২টার পর আদালতে যাবেন।

মূলত খালেদা জিয়ার অন্তবর্তীকালীন জামিন চলছে। সেক্ষেত্রে বৃহস্পতিবার আদালতে না গেলে গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে খালেদা জিয়ার বিরুদ্ধে।