চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণের পরিমাণের স্বল্পতার পাশাপাশি বিতরণ নিয়ে নানা অনিয়মের খবর পাওয়া গেছে।

জেলায় ক্ষতিগ্রস্ত ১ লাখ ৪০ হাজার কৃষকের মধ্যে ভিজিএফ কার্ডের আওতায় আসে মাত্র ২৯ হাজার কৃষক। ক্ষত্রিগ্রস্ত এসব কৃষককে এপ্রিল ও মে মাসের জন্য ৩৮ কেজি করে চাল ও নগদ ৫শ’ টাকা প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলার মক্রমপুরে ত্রাণ বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কদ্দুছ আলী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময়ে উপজেলা চেয়ারম্যান বলেন চেয়ারম্যান শেখ বশির আহমেদ, গত রোববার মক্রমপুর ইউনিয়নে ত্রাণ বিতরণে নানা ত্রুটি বিচ্যুতি ছিল। বৃহস্পতিবার প্রশাসনের কর্মকর্তাদের সামনে ত্রাণ কাজ পরিচালিত হচ্ছে।

তিনি আশা করেন, এ ইউনিয়নে ত্রাণ বিতরণে আর কোন বিচ্যুতি হবে না।