চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্যামসাং নোট-৭ বহনে সিভিল অ্যাভিয়েশনের সতর্কতা

বাংলাদেশে যাত্রী পরিবহনে নিয়োজিত এয়ারলাইন্সগুলোর যাত্রী ও ক্রুদের বিপদজনক ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সতর্ক করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। স্যামসাং নোট-৭ নিয়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়।

২৯ এয়ারলাইন্সের কান্ট্রি ডিরেক্টর ও ব্যবস্থাপকদের দেওয়া সতর্কতা পত্রে বলা হয়, প্লেনে ওঠার পর স্যামসাং নোট-৭ এর সুইচ অন করা যাবে না। চার্জেও দেওয়া যাবে না। কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি ও ডিভাইস ব্যাগে রাখা যাবে না। এসব ডিভাইস যাত্রীকে অবশ্যই হাতে রাখতে হবে।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে স্যামসাং-এর নতুন মোবাইল ফোন স্যামসাং গ্যালাক্সি নোট-৭ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সে গ্যালাক্সি নোট-৭ বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়।

সর্বশেষ গতকাল শুক্রবার গ্যালাক্সি নোট ৭ এর পর এবার সিঙ্গাপুর থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের ভিতরেই আগুন লেগে যায় স্যামসাংয়ের গ্যালাক্সি নোট টু ফোনে। বিমানের ভিতর স্যামসাংয়ের ফোনে আগুন লেগে যাওয়ার ঘটনা ভারতে এই প্রথম।

বিশ্বজুড়ে ধারাবাহিকভাবে স্যামসাং মোবাইল বিস্ফোরণের প্রেক্ষাপটে বাংলাদেশেও নিরাপত্তার স্বার্থে এ সতর্কতা জারি করা হয়।