চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্মিথের ব্যাটে লড়ছে অস্ট্রেলিয়া

প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৪০৩ রানের জবাবে অস্ট্রেলিয়া তিন উইকেট হারিয়ে ২০৩ রানে দ্বিতীয় দিন শেষ করেছে। অস্ট্রেলিয়াকে ভালোভাবে লড়াইয়ে রেখেছেন ৯২ রানে অপরাজিত থাকা স্টিভেন স্মিথ। দ্বিতীয় টেস্টে ভাল করতে না পারলেও প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি (১৪১) পেয়েছিলেন অজি অধিনায়ক। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া ২-০তে এগিয়ে আছে।

ওয়াকায়  টস জিতে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০৫ রানে প্রথম দিন শেষ করে ইংল্যান্ড।  ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক হাঁকিয়ে ১১০ রানে অপরাজিত ছিলেন মালান। সঙ্গী ৭৫ রানে অপরাজিত থাকা জনি বেয়ারস্টোও শুক্রবার সেঞ্চুরি (১১৯) তুলে থামেন। মালান যেতে পারেন ১৪০ পর্যন্ত।

ইংলিশদের থামাতে স্টার্ক নেন ৪ উইকেট। তিনটি পান হ্যাজেলউড। দুটি কামিন্স।

অস্ট্রেলিয়া জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি। দলীয় ৪৪ রানের মাথায় ডেভিড ওয়ার্নার (২২) ফিরে যান। আর ১১ রান যোগ করতে ফেরেন ক্যামেরুন বেনক্রফট (২৫)। পরের জুটি ১৭৯ পর্যন্ত স্থায়ী হয়। অর্ধশতকে পৌঁছে  স্মিথকে রেখে ফিরে যান খাজা (৫০)। এরপর শন মার্শকে (৭) নিয়ে নিরাপদে দিন পার করেন স্মিথ। ১২২ খেলে ১৪টি চার আর একটি ছয়ে শতক থেকে ৮ দূরে থেকে দিন শেষ করেন।

দুটি উইকেট নিয়েছেন ওভারটন। একটি গেছে ওকসের ঝুলিতে।