চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুস্বাস্থ্যের অধিকারী কিশোরীরাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ: গওহর রিজভী

সুস্বাস্থ্যের অধিকারী কিশোরীরাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ এমন প্রত্যাশা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর। পুষ্টি সম্পর্কে কমপক্ষে দু’কোটি কিশোরীকে সচেতন করতে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এর প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, পুষ্টি ও অধিকার নিয়ে সচেতন হতে হবে কিশোরীদের।

১০ থেকে ১৯ বছর পর্যন্ত বয়সী মেয়েদের কোন বয়সে কত ওজন, উচ্চতা কত আর শক্তি চাহিদাই বা কত থাকা উচিৎ তা জানেন না দেশের বেশিরভাগ পরিবারই।

স্বর্ণকিশোরী ক্লাবের সদস্যদের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দিতে গ্লোবাল নিউট্রিশন এ্যালায়েন্স-গেইন-এর সহায়তায় স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের কর্মশালার উদ্বোধন।

বক্তারা আশা করেন, কিশোরীরা যদি পুষ্টি সম্পর্কে সচেতন হয় তাহলে ধীরে ধীরে অপুষ্টিজনিত সমস্যা দূর করে গড়ে ওঠবে সবল ও সমৃদ্ধ নতুন প্রজন্ম।

উদ্বোধনী পর্বে জানানো হয়, এ কর্মশালায় অংশ নেয়া স্বর্ণ কিশোরীরা তাদের ক্লাব সদস্য – স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে এবং তারা পরিবারে ছড়িয়ে দেবে কিশোরীদের পুষ্টির বার্তা।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে: