চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে আমাদের আস্থা

সপ্তাহখানেক আগে নৌ পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাম্প্রতিক সময়ে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আমাদেরকে সময় দিতে হবে। অপেক্ষা করতে হবে। আমরা অবশ্যই তাদের খুঁজে বের করবো। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।’ ওই অনুষ্ঠানে তাকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মোবাশ্বার হাসান সিজার, সাংবাদিক উৎপল দাস এবং ব্যবসায়ী অনিরুদ্ধ রায়সহ নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের অগ্রগতি বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রীর এমন অাশ্বাসের কয়েকদিনের মধ্যেই আমরা দেখেছি ৭৯ দিন আগে রাজধানীর গুলশান থেকে নিখোঁজ হওয়া ব্যবসায়ী ও বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কুমার রায়ের উদ্ধারের খবর। এই ঘটনা নিশ্চিতভাবেই এখনো যারা নিখোঁজ রয়েছেন-তাদের পরিবারের সদস্যকে আরো আশাবাদী করে তুলেছে, আস্থা আর সাহস ‍যুগিয়েছে তাদের মনে। এর আগেও কয়েকটি ঘটনায় আমরা দেখেছি অপহৃত বা নিখোঁজ ব্যক্তিরা ফিরে এসেছেন। সেই ফিরে আসা অন্যদের মতো আমাদেরকেও আশাবাদী করে তোলে। আমরা জানি, সর্বশেষ ব্যক্তি হিসেবে সিজার নিখোঁজ হন গত ৭ নভেম্বর। তার প্রায় একমাস আগে নিখোঁজ হন অনলাইন নিউজ পোর্টাল পূর্ব-পশ্চিম বিডি.কম-এর সাংবাদিক উৎপল দাস। তার আগে ২২ আগস্ট বনানী থেকে ব্যবসায়ী সৈয়দ সাদাত আহমেদ, ২৬ আগস্ট ধানমণ্ডি থেকে শিক্ষার্থী ইশরাক আহমেদ, ২৭ আগস্ট গুলশান থেকে ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এবং একই দিন পল্টন থেকে কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান নিখোঁজ হন। তবে সিজার নিখোঁজের ঘটনার পর দেশে-বিদেশে বিষয়টি নিয়ে বড় আলোচনার জন্ম দেয়। দ্রুত তাকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি উঠে বিভিন্ন পর্যায় থেকে। সেই দাবির সঙ্গে আমরাও সহমত প্রকাশ করে বলতে চাই; অনিরুদ্ধ রায়ের মতো নিখোঁজ অন্য ব্যক্তিরাও পরিবারের সদস্যদের কাছে ফিরে আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে আমরা পরিপূর্ণ আস্থা রাখতে চাই।