চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্টোকস-হেলস সাময়িক নিষিদ্ধ

মারামারির ঘটনায় দুই ক্রিকেটার বেন স্টোকস ও অ্যালেক্স হেলসকে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসিবি জানায়, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না দুজন।

এক ব্যক্তিকে শারীরিক আঘাত করার অভিযোগে গত সোমবার স্টোকসকে গ্রেপ্তার করে পুলিশ। কয়কঘন্টা থানাহাজতে আটক রাখার পর তদন্ত সাপেক্ষে অভিযোগ গঠন ছাড়াই ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনায় তাকে ও সঙ্গে থাকা হেলসকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডের দল থেকে বাদ দেয় ইসিবি।

স্টোকসকে রেখেই অবশ্য বুধবার অ্যাশেজ সিরিজের দল ঘোষণা করে ইংল্যান্ড। দল ঘোষণার রাতেই ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। ভিডিওতে স্টোকসকে দুই ব্যক্তিকে ঘুষি মারতে দেখা যায়। ওই ঘটনায় পুলিশ ও ইসিবির নিজস্ব তদন্ত চলছে।

নিষিদ্ধের বিবৃতিতে ইসিবি বলেছে, ‘দুজনের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত বোর্ড ও পুলিশি তদন্তের ওপর নির্ভর করছে। ইংল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস ডিসিপ্লিনারি কমিটিকে দুই ক্রিকেটারের প্রসঙ্গে অবগত করেছেন।’