চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৌদি যেতে খরচ হচ্ছে সরকার নির্ধারিত ফি’র চেয়ে কয়েক গুণ বেশি

সৌদি আরবে যেতে অভিবাসন খরচ সরকারিভাবে ১ লাখ ৬৫ হাজার টাকা হলেও এ টাকায় কেউ যেতে পারছেন না। গড়ে জনপ্রতি খরচ হচ্ছে ৪ থেকে ৬ লাখ টাকা। জনশক্তি রপ্তানিকারদের দাবি, ধীরে ধীরে তারা খরচ কমিয়ে আনছেন। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বাংলাদেশের জন্য অন্যতম বড় শ্রমবাজার সৌদি আরব ৪ মাস আগে বাংলাদেশের জন্য আবারো উন্মুক্ত হয়। দেশটিতে যেতে অভিবাসন খরচ ১ লাখ ৬৫ হাজার টাকা ঠিক করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বেতন ভালো ও কাজের সুযোগের কারণে অনেক বাংলাদেশী সৌদি যেতে প্রক্রিয়া শুরু করে। তবে সৌদি আরব যেতে খরচ হচ্ছে সরকার নির্ধারিত ফি’র চেয়ে কয়েক গুণ বেশি।

জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, বাজার বন্ধ থাকার সময় তাদের এটি ধরে রাখতে অনেক আর্থিক ক্ষতি হয়েছে। লিখিত না হলেও অলিখিতভাবে তাদের অতিরিক্ত অর্থ খরচ করতে হয়, ফলে খরচও বেড়ে যায়।

তবে, নির্ধারিত খরচেই কর্মী পাঠাতে চায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। যে কোনো মূল্যে সৌদি আরব যাওয়ার ইচ্ছার কারণে খরচ বেশি বলে মনে করে মন্ত্রণালয়।

বিস্তারিত দেখুন নিচের রিপোর্টে।

https://www.youtube.com/watch?v=xQeD9t8jW9E