চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৈয়দপুর বিমানবন্দরকে আর্ন্তজাতিক মানসম্মত করার দাবি

নীলফামারী থেকে আনোয়ারুল আলম: উত্তরাঞ্চলের একমাত্র বিমান বন্দর নীলফামারীর সৈয়দপুর। সেখানে দিনে ছয়টি ফ্লাইটে গড়ে প্রায় ৪শ যাত্রী যাতায়াত করেন। এছাড়া আকাশ পথের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। তাই উত্তরাঞ্চলের উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে সৈয়দপুর বিমান বন্দরকে আর্ন্তজাতিক মানের করার দাবি জানিয়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা।

সৈয়দপুর বিমানবন্দরের যাত্রা শুরু হয় ১৯৭৯ সালে। শিল্প, বাণিজ্য, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ায় ওই অঞ্চল থেকে আমদানি, রফতানি বেড়েছে। রংপুর বিভাগের মাঝামাঝিতে সৈয়দপুর বিমানবন্দরের অবস্থান হওয়ায় আন্তর্জাতিক মানে রূপান্তর করা গেলে শিল্প, বাণিজ্য, কৃষিসহ সব ক্ষেত্রে প্রসার ঘটবে। সাশ্রয় হবে আমদানি, রফতানিতেও।

বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এ এয়ারপোর্ট ব্যবহার করতে পারলে ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার ঘটবে বলে মনে করছেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়ীরা।

সৈয়দপুর বিমানবন্দর থেকে এখন প্রতিদিন বাংলাদেশ বিমান, ইউএস বাংলা ও নভোএয়ারের ৩টি ফ্লাইট সকাল এবং বিকেলে ওঠা নামা করছে।

৬ হাজার ফিট দৈর্ঘ্য সম্বলিত বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের হলে রানওয়ে আরো সাড়ে ৪ হাজার ফিট বাড়াতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: