চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সৃজিতের ‘এক যে ছিল রাজা’র পোস্টার প্রকাশ

ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে ‘এক যে ছিল রাজা’ নির্মাণ করছেন টলিউড পরিচালক সৃজিত মুখার্জী। এরই মধ্যে কোলকাতায় শুরু হয়ে গেছে ছবির শুটিং। এবার প্রকাশ পেল ‘এক যে ছিল রাজা’র পোস্টার।

মঙ্গলবার পরিচালক সৃজিত মুখার্জি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন এই চলচ্চিত্রের প্রথম পোস্টার।

চ্যানেল আই অনলাইন- 'এক যে ছিল রাজা'র পোস্টার
                                                              ‘এক যে ছিল রাজা’র পোস্টার

‘এসভিএফ ফিল্মস’ এর ব্যানারে তৈরি হতে থাকা এই ছবির মূল চরিত্র রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় আছেন যিশু সেনগুপ্ত। ভাওয়াল রাজার বোনের চরিত্রে আছেন বাংলাদেশের জয়া আহসান।

ভাওয়ালের জমিদারের বর্ণাঢ্য জীবনের সমাপ্তি হয় মাত্র ২৫ বছর বয়সে এক বিশেষ অসুখে। সেসময় তার সৎকারও করা হয়। কিন্তু ১২ বছর পর তিনি আবারও ফিরে এলে শুরু হয় সম্পত্তি নিয়ে লড়াই আর সেই মামলা চলে ১৬ বছর ধরে।

এই গল্পের মূল চরিত্র চারটি। ভাওয়াল রাজা আর তার বোন ছাড়াও গল্পে আছে তার উকিল আর শ্যালক, রাজার স্ত্রীর চরিত্রটিও কম গুরুত্বপূর্ণ নয়।

উকিলের চরিত্রে অভিনয় করছেন অপর্না সেন ও অঞ্জন দত্ত। ডাক্তারের চরিত্রে রুদ্রনীল আর ভাওয়াল রাজার রক্ষিতার চরিত্রে আছেন তনুশ্রী চক্রবর্তী। রাজার স্ত্রী হচ্ছেন রাজনন্দিনী।